মো: সুমন বাপ্পি, সিরাজগঞ্জ কলেজ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বারাকাহ্ সংগঠনেরন মাধ্যমে ৩১৫টি মসজিদ, মাদরাসা,দুস্থ অসহায় পরিবারকে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন এবং প্লাষ্টার করে দিয়েছে এবং এখন ও বিনামূল্যে টিউবওয়েল গ্রাউন্ড চলছে।
আজ (২৭ জানুয়ারি) উল্লাপাড়া উপজেলার প্রত্যান্ত একটি গ্রাম চর কালীগঞ্জ। সেখানে নেই কোনো সরকারি প্রতিষ্ঠান। শুধু রয়েছে একটি মাদ্রাসা তার ও অনেক বেহাল অবস্থা,সেখানে মোট ছাত্র ১১৫ জন। ছিলো না ওযু করার পানির ব্যবস্থা।
এই কুরআনের পাখিগুলো বাড়ি থেকে ওজু করে মাদ্রাসায় আসতো সেই ভোগান্তির অবসান ঘটালেন আজ জুয়েল আল-হাসান।
টিউবওয়েল পেয়ে সেখান কার লোক জন জানান,আমাদের এই বেহাল অবস্থা থেকে মুক্তি পেতে সরকার সহ বারাকাহ্ সংগঠন বিশেষ করে জুয়েল আল- হাসান ভাই এর সর্বোচ্চ সহযোগিতা চাই। জুয়েল আল-হাসান ভাই এর সহযোগিতা চাই। আজকে যে এত বড় আমাদের উপকার করলো, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন।
খোজ নিয়ে জানা যায় জুয়েল আল-হাসান অনেক আগে থেকেই স্বেচ্ছাসেবক হিসাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি শুধু বিনামূল্যে টিউবওয়েল করে দিচ্ছে না।
তাছাড়াও তিনি তার সংগঠনের মাধ্যমে অনেক গুলো মসজিদের ওযু খানা,শীতার্তদের মাঝে শীতবস্ত্র, এতিমদের দেখা শোনা,ইদ সামগ্রী বিতারণ,রমাযান মাসে ইফতারের আয়োজন করে থাকেন।
তার সাথে এখনো বাংলা ভয়েস এর কোনো সাক্ষাৎ হয়নি। অতিশীঘ্রই মানিবক জুয়েল কে নিয়ে বিস্তারিত নিয়ে আসছে বাংলা ভয়েস।