মো: সুমন বাপ্পি, সিরাজগঞ্জ কলেজ প্রতিনিধি
শীতের এই আকস্মিক তীব্রতায় কাঁপছে সারাদেশ। খবর কিংবা পত্রিকার পাতায় ছাপা হচ্ছে হাঁড় কাপানো শীতের খবর। দেশের উত্তরাঞ্চলের শীতের প্রকোপ সর্বদাই বেশি এবং সেই প্রকোপে আরো কাবু হয়ে পড়েছে বৃদ্ধ, বাচ্চাসহ অসচ্ছল পরিবারগুলো।
সেই ভাবনা থেকেই, Bangladesh development Organization (BDO) অসচ্ছল মানুষের মাঝে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিয়েছে বিনামূল্যে কম্বল বিতরণের মাধ্যমে।
সিরাজগঞ্জের চৌবাড়ী গ্রামে ঘরে ঘরে চলে এই কম্বল বিতরণ কর্মসূচী।
সেখান কার স্বেচ্ছাসেবক বলেন আমাদের একটি ছোট প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা তাদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে সহায়ক হবে বলে আমরা আশা করি।
আমি ভোলান্টিয়ার হিসেবে নিজ জেলা সিরাজগঞ্জে কাজ করতে পারাটা আমার পক্ষে আনন্দের। যারা এই কম্বল বিতরণ কর্মসূচীটি সুন্দরভাবে সম্পন্ন করতে লোকালি সাহায্য করেছেন,এবং উল্লাস ভাইয়া কে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
সামনে আমার আরও বড় কর্মসুচি করতে চাই।