মাহিউর রহমান, মির্জাপুর প্রতিনিধি

আজ: ২২ জানুয়ারি, সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বিকেল ৪ ঘটিকায় টাঙ্গাইল জেলা শহরের ভিক্টোরিয়া রোডস্থ সংগঠনের কার্যালয়ে এই কর্মসূচি পরিচালনা করা হয়। জানাযায় সংগঠনটি টাঙ্গাইল জেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে পরিচালিত হয় এবং সংগঠনটির নেতৃত্বে ধারাবাহিক ভাবে নানামুখী কর্মসূচি পালন করে আসছে।

এবারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
খন্দকার মকসুদ রেশা। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, জেলা ইউনিটের পক্ষ থেকে প্রধান
অতিথিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ইঞ্জিঃ মিজান, জেলা কমিটির সহ-সভাপতি মোকাম্মেল হক খান রিচার্ড, সোহেল
সোহরাওয়ার্দী, যুগ্মসাধারন সম্পাদক খন্দকার সজীব, মো. আসাদুজ্জামান শোয়েব, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন বিষয়ক সম্পাদক কাজী শায়লা ইয়াসমীন, স্বাস্থ্য বিষয়ক ডা. আমিনুর রহমান মিলটন, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, টাঙ্গাইল সদর
উপজেলা আহবায়ক আব্দুল আলীম, বাসাইল উপজেলা আহ্বায়ক সীমা খান, টাঙ্গাইল শহর শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক, কাজী নুসরাত ইয়াসমীন, শিউলী খান সনিসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদ এর পায়েল আলম ও উম্মে রোকেয়া খান পুষ্পিতা প্রমূখ।

Exit mobile version