শাহ আলম সরকার, সিরাজগঞ্জ সংবাদদাতা

দেশে চলছে প্রচণ্ড শীত। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষেরা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় মানবেতর জীবনযাপন করছে তারা। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে পারি ফাউন্ডেশনের পারি ফাউন্ডেশন আয়োজনে  আনন্দ মেলা লস এঞ্জেলস সহযোগিতায় শীত বস্তু বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে ৩০০ টি শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করেছে পারি ফাউন্ডেশন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক সাজিদ হাসান মুনের, যুগ্ম সম্পাদক ওয়াসিম খান, সেচ্ছাসেবী আবদুল মজিদ ও রাকিব মোল্লা সহ সংগঠনটির অন্যান্য সদস্য  উপস্থিত ছিলেন।

সংগঠনটির দপ্তর সম্পাদক সাজিদ হাসান মুন বলেন, মাঘ মাসের কনকনে শীতে প্রান্তিক হতদরিদ্র শীতার্ত জনগোষ্ঠী প্রচন্ড শীত কষ্টে ভোগেন। অথচ আমাদের অনেকেরই অতিরিক্ত পোশাক ব্যবহার না করে ফেলে রাখি। আমাদের প্রত্যেকের উচিৎ এসব মানুষদের পাশে দাঁড়ানো। সামাজিক দায়বদ্ধতা থেকে পারি ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবছরেও দুর্গম যমুনা দুর্গম চরে প্রায় ৩০০ টি পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।

Exit mobile version