মাহিউর রহমান, মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আজহারুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সারাজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন তার থেকে অনুপ্রাণিত হয়ে আমি আজহারুল ইসলাম প্রথম যেদিন ভাইস চেয়ারম্যান হিসেবে মির্জাপুরের মানুষের সেবা করার সুযোগ পাই সেদিনই থেকে প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন বেচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাবো।
আজহারুল ইসলাম আরো বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বাবা জীবন বাজী রেখে ৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে দেশ রক্ষার শপথ নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। আমাদের উপহার দিয়েছেন একটা স্বাধীন দেশ। আমি মনে করি দেশের মানুষের জন্য কাজ করা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার দায়িত্ব। আমি আমার মির্জাপুরের প্রত্যেকটা মানুষ কে ভালবাসি। মানুষের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ আমি কাজের মাধ্যমে করতে চাই।
আমি বিশ্বাস করি মির্জাপুরের মানুষ আমাকে ভালবাসে এবং এই ভালবাসাই আমার শক্তি, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমি যতদিন বেচে থাকবো আমার প্রতি মানুষের ভালবাসার প্রতিদান হিসেবে মির্জাপুরের মানুষের সেবা করে যেতে চাই।