ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লড়ি ও সিএনজি চালিত মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

আজ (বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় দুর্ঘটনা হয়। নিহতদের পকেটে মধ্যে ভোটার আইডি কার্ড থাকায় একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ধনবাড়ি উপজেলার শফিকুল ইসলাম।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, তেলবাহী একটি লড়ি ময়মনসিংহের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version