মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা
আজ ১ জানুয়ারি, নতুন শিক্ষাবর্ষের যাত্রা। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উৎসব আজ। খালি হাতে স্কুলে এসে বই নিয়ে বাড়ি ফিরবে। আর এতেই আনন্দ ও উৎসব তাদের।
দেশ জুড়ে বই উৎসবের অংশ হিসেবে যশোরের শার্শায় উন্নত শিক্ষার মান নিশ্চিত করতে এক ঝাঁক অভিজ্ঞ তরুণ মেধাবী শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
সোমবার (১লা জানুয়ারী) সকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে খান হাসান আরীফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াছ কবির বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
পরিশেষে ব্যাপক উৎসব ও আনন্দ মুখর পরিবেশে উক্ত অনুষ্ঠান শেষ হয়।