শাহ আলম সরকার সিরাজগঞ্জ সংবাদদাতা :
লিফলেট বিতরণকালে এনায়েতপুর থানা বিএনপির সংগ্রামী যুগ্ম-আহ্বায়ক বিজয় আহমেদ’কে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
গতকাল (৩১ডিসেম্বর) রবিবার বিকালে চলমান সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি মোতাবেক এনায়েতপুর থানা এলাকায় ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বিজয় আহমেদ’কে গ্রেফতার করেছে।
এ গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বিবৃতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আসন্ন ৭ জানুয়ারির আসন ভাগাভাগির ডামি নির্বাচন একতরফাভাবে করে আবারও রাষ্ট্রক্ষমতা দখল করতে আওয়ামী সরকার বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করছে।
তিনি আরো বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই ফ্যাসিস্ট সরকার বিএনপির কেন্দ্র থেকে শুরু করে তৃণমুল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেফতার করে যাচ্ছে। বর্তমান অবৈধ সরকার বিএনপির চলমান একদফার অসহযোগ আন্দোলন দেখে ভীত হয়ে গ্রেফতার-নির্যাতন চালিয়ে আন্দোলন ব্যাহত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় রাজপথের সাহসী সৈনিক ও এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বিজয় আহমেদ’কে গ্রেফতার করা হয়েছে।
এভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে গ্রেফতার হতে-হতে বিএনপির সর্বশেষ যে কর্মীটি থাকবে সেই সরকার পতনের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। এতে অন্যায়ের কাছে কভু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। এভাবে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির রাজপথে লড়বেই।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বিজয় আহমেদসহ গ্রেফতার সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।