শাহ আলম সরকার সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত
প্রার্থী মো: ফজলুল হক ডনু’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এনায়েতপুরে বেড়িবাঁধ, পুরান বাজার, কেজি মোড়, বেতিল বাজারে এ পথসভা সম্পন্ন হয়।
এ পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: ফজলুল হক ডনু। বিশেষ অতিথি ছিলেন এনায়েতপুর জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন বেপারী, বেলকুচি উপজেলা সভাপতি আলী আকবার হিরা, বেলকুচি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফজলু, ডা: আব্দুল আলীম।
এ পথসভায় আরো উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক আহ্বায়ক সভাপতি আব্দুর সবুর, সদিয়া চাঁদপুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি জামাল উদ্দিন মেম্বার, থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম বেপারী সান্তু মন্ডল, রহমত আলী সহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।