ডেস্ক রিপোর্ট :
দিনে দুপুরে যত্রতত্র বসে নেশা ও ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা টাংগাইল পুরাতন বাসস্ট্যান্ড ও শিবনাথ স্কুল মার্কেট,পৌর মার্কেট এরিয়ায়।
নতুন মানুষ থেকে শুরু করে বাসস্ট্যান্ডের ছোট ছোট বয়াবসায়ীগনও জিম্মি হয়ে পড়ছে এদের কাছে। টাংগাইল জেলার মুল সদর থানার মুল এরিয়া ট্রাফিক মোড় যেখানে টাংগাইল জেলার বিভিন্ন থানার এবং অন্যান্য জেলার নিত্য নতুন মানুষের সমাগম হয় রোজ।
এ সুযোগ কাজে লাগিয়ে চিহ্নিত কিছু মাদক সেবনকারী ও ছিনতাইকারী বেপরোয়া হয়ে উঠছে দিনদিন।চিহ্নিত এসব নেশাগ্রস্ত উন্মুক্ত ভাবেই সকলের সামনে ছিনতাই ও মাদকসেবন করে জনজীবন অতিষ্ট করে ফেলছে, পুরাতন বাসস্ট্যান্ডের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি নষ্ট করে ফেলছে।
এসব মাদকাসক্তদের দৌরাত্ম্যে দিনদিন বৃদ্ধি পাচ্ছে প্রসাশনের সুদৃষ্টি প্রয়োজন এসব নির্মুলে। এদের মাঝেমধ্যে ধরা হলেও উপযুক্ত শাস্তি প্রদান না করেই কেনো ছেড়ে দেয়া হয় এর নেপথ্যে আসলে কে বা কারা ?