শাহ আলম সরকার, সিরাজগঞ্জ সংবাদদাতা :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থী হতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে উন্নয়নের স্বার্থে সাবেক সংসদ সদস্য ও মৎস্য বর্তমান সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস নুরুল ইসলাম সাজেদুলকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।

আজ (২৮ নভেম্বর) সকাল ১০ টায় প্রাথীর চূড়ান্ত করার জন্য আব্দুল লতিফ বিশ্বাসের বাড়ির প্রাঙ্গনে একটি সভা আয়োজন করা হয়।

উক্ত সভায় আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসন থেকে আসা সকল নেতাকর্মীদের পরিচয় সবার মাঝে তুলে ধরেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, পদপ্রার্থী বেলকুচি উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান জনাব মুহাম্মাদ আলী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্যান্ডিডেট নুরুল ইসলাম সাজেদুল, নির্বাচিত চেয়ারম্যান রাজাপুর ইউনিয়নের সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান মির্জা, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান লাজুক বিশ্বাস।

এই উক্ত সভা আরো উপস্থিত ছিলেন, বেলকুচি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, স্বেচ্ছাসেবী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান মাখন, সাবেক বেলকুচি উপজেলার পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত ভাংগা বাড়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী ফজলুর হক ভাসানী।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি পৌরসভার মেয়র সাজেদুল হক রেজা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য কামরুল ইসলাম সজিব প্রমুখ।

এই উক্ত সভায়, বিভিন্ন উপজেলার এবং থানার নেতাকর্মী দ্বাদশ নির্বাচনে যাকেই স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করবে, তাকে মাথা পেতে নিবে এমনটাই বক্তব্য রাখেন তারা।

এই উক্ত সভাটি সকাল ১০ টা থেকে শুরু হয়। তার পর থেকে বিভিন্ন নেতাগণ তাদের মত করে বক্তব্য রাখেন। প্রার্থীর চূড়ান্ত করার জন্য উক্ত নীতি নির্ধারকরা ঝুড়ি বোর্ডের মাধ্যমে বিকাল ৪ ঘটিকার সময় এই স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেন আব্দুল লতিফ বিশ্বাস। এরপরেই নেতাকর্মীদের একটা উৎসবমুখে দেখা যায়।

এ সময় আব্দুল লতিফ বিশ্বাস তার বক্তব্য বলেন, আমরা কোন নৌকার বিরুদ্ধে না, আমরা ব্যক্তির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করলাম সাজেদুলকে। এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

আব্দুল লতিফ বিশ্বাস আরো বলেন, সিরাজগঞ্জ-৫ অবহেলিত বেলকুচি-চৌহালীর উন্নয়নের স্বার্থেই সাজেদুলকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিলাম। সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও এ আসনের বর্তমান এমপি কোনো উন্নয়ন করেননি। তিনি সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারণে নেতাকর্মী ও জনগণের চাপে বেলকুচি উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া। তিমি আরো বলেন আশা করি উপজেলা নির্বাচনের মতো এ নির্বাচনেও সাজেদুল বিজয়ী হবে। 

এ সময় পদপ্রার্থী নূরুল ইসলাম সাজেদুল তার বক্তব্য বলেন, আসলে এমনটি মহোদয় যদি প্রার্থী হতেন, তাহলে এখানে অনেক চিন্তা-ভাবনা রয়েছে। আপনারা হয়তো আশায় ছিলেন মন্ত্রী মহোদয় প্রার্থী হবেন। আপনারা দেখেন আজকে কিন্তু মন্ত্রী মহোদয়কে সরাসরি নেত্রী ফোন দিত। কিন্তু আমাকে কিন্তু দিত না। আজকের এই ঘোষণা যৌথভাবে দেওয়া। আমরা কোন নৌকার বিরুদ্ধে না আমরা ব্যক্তির বিরুদ্ধে এই নির্বাচন করব। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই এবং সহযোগিতা কামনা করছি।

এ সময় তিনি আরো বক্তব্য বলেন, আজকে আমি কথা দিচ্ছি এই নির্বাচনে আমরা এক নেতার নির্দেশেই আমরা থাকবো এই প্রত্যাশাই করছি।

Exit mobile version