শাহ আলম সরকার, সিরাজগঞ্জ সংবাদদাতা :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিরাজগঞ্জের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। গতকাল সোমবার বিকেলে দলের পক্ষ থেকে সিরাজগঞ্জের ৬টি আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।

সিরাজগঞ্জ ৬টি আসনে যারা জাতীয় পার্টির মনোনয়ন পেলেন, তারা হলেন।

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) মো. জহিরুল ইসলাম

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) মো. আমিনুল ইসলাম ঝন্টু

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আংশিক) মো. জাকির হোসেন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা আংশিক) মো. আব্দুল্লাহ আল হাসেম

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) মো. ফজলুল হক

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর ও এনায়েতপুর আংশিক) মো. মোক্তার হোসেন।

Exit mobile version