মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :

এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে কুড়িগ্রামের চার কলেজের সকলেই ফেল করেছে। এমন অনাকাঙ্ক্ষিত ফলাফল প্রকাশের পর স্হানীয় অভিভাবকগন দারুণ হতাশা ও অসন্তুষ্ট প্রকাশ করেছে।  

রোববার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এইচ এসসি পরীক্ষার ফলাফল তালিকা থেকে তথ্য নিশ্চিত করা যায়।

জেলার অকৃতকার্যের তালিকায় থাকা কলেজগুলো হলো, দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা মডেল কলেজ,

সমাজকল্যাণ মহিলা কলেজে, বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজে এবং মইদাম কলেজ।

উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজে চারশিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই অকৃতকার্য হন। এছাড়া নাগেশ্বরী উপজেলার সমাজকল্যাণ মহিলা কলেজে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা মডেল কলেজে একজন শিক্ষার্থী অংশ নেয়। তারা দুজনই অকৃতকার্য হয়। এছারা, ভুরুঙ্গামারী উপজেলার মইদাম কলেজ থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও একজন অনুপস্থিত থাকেন। অপর পরীক্ষার্থী মোছা. খোদেজা খাতুন অংশ নেন। ঘোষিত ফলাফলে সে অকৃতকার্য হন।

মইদাম কলেজের অকৃতকার্য পরীক্ষার্থী খোদেজা খাতুনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, কলেজে তাদের মেয়ে একমাত্র শিক্ষার্থী হলেও ওই কলেজে ১২ শিক্ষকের কেউই ঠিকমতো কলেজে 

উপস্হিত থাকতেন না। এতে পাঠদান কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হয়।

মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বাবলু জানান,অকৃতকার্য শিক্ষার্থী খোদেজা খাতুন শুরুতে কলেজে নিয়মিত থাকলেও পরে পরিবার থেকে বিয়ে দেওয়ায় ধীরে ধীরে কলেজে অনিয়মিত হয়ে পড়ে। ফলে পড়াশোনা ভালো করতে পারেনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শতভাগ ফেল করা কলেজগুলোর ফলাফল যাচাই বাছাই করে এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version