নিউজ ডেস্ক :
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রাকের ধাক্কায় লেমন চাকমা (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে থানার ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
একই ঘটনায় আব্দুল ইমন (২০) ও মুরেল চাকমা (২৪) নামে আরও দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বিকেলে ইপিজেড থানা এলাকা থেকে ট্রাকের ধাক্কায় আহত ৩ জনকে চমেক হাসপাতালে আনা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।