নিউজ ডেস্ক :
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ বিএনপি-জামায়াতসহ বিরোধী সমমনা দলের একদফা দাবিতে অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে ঢাকায় মিছিল করেছে।
এ মিছিলটি নটরডেম কলেজের সামনে থেকে শুরু করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলার শতাধিক বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।