নিউজ ডেস্ক :
অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২১ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়কে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তারা।লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির ব্যানারে দালাল বাজারে লক্ষ্মীপুর-রায়পুর সড়ক ও লক্ষ্মীপুর-ভোলা মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
এছাড়া লক্ষ্মীপুর শহরের বাস উত্তর স্টেশন ও দক্ষিণ স্টেশনে বিক্ষোভ মিছিল করে বিএনপি।
সদর উপজেলা পশ্চিম বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে লক্ষ্মীপুর-ভোলা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এদিন লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।