টাঙ্গাইল জেলা সংবাদদাতা :
টাঙ্গাইল শহরে গণঅধিকার পরিষদের সমাবেশ ও পদযাত্রা পণ্ড হয়েছে।
আজ সোমবার (২ অক্টোবর) বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে গণঅধিকার পরিষদ।
পরে কর্মসূচি চলাকালীন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে বলে দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এক পর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেওয়া হয়।
সমাবেশ ও পদযাত্রায় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মী অনন্ত ও জাহিদুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বাং ভ/অ