মোংলায় রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নিচে কাঁটা পড়েন তিনি।
খবর পাওয়ার সাথে সাথে মোংলা ইপিজেড ফায়ার এর একটি উদ্ধারকারি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুল শেখ (৫৫) কে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। মোংলা বন্দর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত বাবুল শেখ (৫৫) উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখ এর ছেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কি কারণে এ ব্যাক্তি মারা গেলো তার অনুসন্ধানে কাজ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুর আলম গাজী বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে বাবুল শেখ মানসিক ভারসম্যহীন ছিলেন। কারো কোন ধরণের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
মোংলায় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১
এই বিভাগের আরো খবর
হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার
মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১
ইমেইল: info.banglavoicebd@gmail.com
© 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.


















