শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে শহরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম শেরপুর সদর থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুল ইসলাম গত প্রায় পাঁচ মাস ধরে শেরপুর সদর থানায় কর্মরত আছেন। গত বুধবার রাতে ডিউটি শেষ করে তিনি বাসায় ফেরেন। এরপর তার স্ত্রী তাকে বাসায় রেখে গ্রামের বাড়ি জামালপুরে যান। পরে শাহিনুলকে ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তার স্ত্রী দ্রুত জামালপুর থেকে শেরপুরের বাসায় ফিরে আসেন।
বাসায় এসে দীর্ঘক্ষণ দরজা ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন তার শ্যালক। এসময় তিনি শাহিনুলকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শাহিনুল ইসলাম বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিয়ের পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

















