সুনামগঞ্জ জেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারী (বুধবার) বিকেল ৪টায় লক্ষ্মণশ্রী ইউনিয়নের হবতপুর বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি শামসু দোহা নবাব ও জলফুকার আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা মিনারুল হক, জেলা যুবদলের সাবেক ওয়ার্ড কমিটির সভাপতি আজির উদ্দিন , বিএনপি নেতা আলীনুর, মুজিবুর রহমান প্রমুখ।
জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেম, শিক্ষক ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন ও অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বক্তারা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা হবতপুর গ্রামের পুরাতন জামে সমজিদের ইমাম ও খতিব সাহেব, দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

















