ঝালকাঠি জেলা, রাজাপুর: ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল করিম সিকদার আহত হওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সভাপতি আমির হোসেন বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম রাজাপুরের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত জামায়াতের কর্মীকে দেখতে হাসপাতালে আসেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু তাদের এই হামলা প্রমাণ করে তারা পরাজয়ের আশঙ্কায় আমাদের কর্মীর ওপর সহিংসতা চালিয়েছে। প্রশাসন দ্রুত দায়িত্বশীল ব্যবস্থা নিক।” তিনি আরও দাবি করেন, হামলাকারীরা শাস্তি না পেলে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
অভিযোগের মুখে বাচ্চু হাওলাদার বলেন, “আহত আব্দুল করিম আমার দূরসম্পর্কের আত্মীয়। প্রায় ৩–৪ বছর আগে তার কাছে ১,৮০০ টাকা পাওনা রয়েছে। টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। বড় ধরনের মারধর বা জখম ঘটেনি।” তিনি ড. ফয়জুল হকের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করেন।
রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, “এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


















