আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. হুমায়ুন কবীরের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ায় মহিলা কর্মীদের উপড় বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গোপালপুর শাখার মহিলা জামায়াত বিক্ষোভ মিছিল করেছে।
জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) সকালে গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সূতী নয়াপাড়া গ্রামের বিএনপির চাঁন মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু, কুরবান আলীর ছেলে মহিউদ্দিন, কোরবান আলীর ছেলে চান মিয়ার নেতৃত্বে ৪-৫ জন ভোট চাইতে যাওয়া মহিলাদের উপর হামলা করে। এবং তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
মহিলা কর্মীরা এর প্রতিবাদ করলে সাইফুল ইসলাম বাবু মহিলা কর্মীদের গায়ে হাত তুলে। এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গোপালপুর পৌর জামায়াত প্রতিবাদ সমাবেশ করে।
গোপালপুরে জামাতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ টায় গোহাটা জামে মসজিদ প্রাঙ্গন থেকে মহিলা জামাতের বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদারের সভাপতিিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্ম পরিষদ সদস্য রহিমা সুলতানা, গোপালপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি মোসাম্মৎ ফজিলা বেগম, উপজেলা মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি শিল্পী খাতুন, পৌরসভা পশ্চিম সেক্রেটারি জান্নাতুন নাহার, পূর্ব সেক্রেটারি শরিফা খাতুন প্রমূখ।

















