টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চল থেকে আসা কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে। এ সময় ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোসাখালি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে ওই দম্পতির বাড়িতে উত্তরাঞ্চল থেকে আসা কয়েকজন শ্রমিক অবস্থান করছিলেন। রাতে ঠান্ডু মিয়া পেটে ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সাথে থাকা একটি ওষুধ তাঁকে খেতে দেয়। সকালে অনেক বেলা হলেও ওই দম্পতি ঘুম থেকে না ওঠায় আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন তারা অচেতন অবস্থায় পড়ে আছেন এবং ঘরের আসবাবপত্র এলোমেলো ও তছনছ করা।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,”গত রাতে ওই বাড়িতে উত্তরাঞ্চল থেকে কিছু শ্রমিক এসেছিল। ধারণা করা হচ্ছে, ওষুধ বা খাবারের সাথে চেতনানাশক বা বিষাক্ত কিছু মিশিয়ে তাদের হত্যা করে মালামাল লুট করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”


















