বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে জেলা প্রশাসন এবং পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিদেশি নম্বর থেকে হুমকির ফোন পাওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন, “আমি কয়েকটি ফোন কল পেয়েছি। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলছেন, “এটা অনভিপ্রেত। আমি এটা নিয়ে মোটেই বিচলিত নই। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

















