আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল সদরবাসীর উদ্দেশ্যে ২৪ দফা উন্নয়ন ও জনকল্যাণমূলক অঙ্গীকার ঘোষণা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
ফেসবুক পোস্টে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল সদরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদরবাসীর সন্তান হিসেবে জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
এড. ফরহাদ ইকবাল বলেন, জনগণের দোয়া ও ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে টাঙ্গাইল সদরকে একটি আধুনিক, মানবিক ও স্বপ্নের মডেল সদর হিসেবে গড়ে তুলতে নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করবেন। সদরবাসীর দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনাকে সামনে রেখেই এই ২৪টি অঙ্গীকার প্রণয়ন করা হয়েছে।
তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে—চর এলাকায় যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগরে ধলেশ্বরী নদীর ওপর আধুনিক ব্রিজ স্থাপন, ক্লিন ও গ্রীণ টাঙ্গাইল গড়ে তোলা, টাঙ্গাইলকে আধুনিক শিক্ষা নগরীতে রূপান্তর, নারীদের নিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, যুবকদের প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সদর হাসপাতালে বিশেষায়িত ইউনিট স্থাপনসহ নানা উন্নয়ন পরিকল্পনা।
এছাড়া তিনি নদী-খাল দখলমুক্ত করা, জলাবদ্ধতা নিরসন, তাঁত ও ক্ষুদ্র শিল্প পুনর্জীবন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, নারী উদ্যোক্তা তৈরি, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনপ্রতিনিধির সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এড. ফরহাদ ইকবাল বলেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণই হবে টাঙ্গাইল সদরকে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়েই সদরকে উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছে দেওয়া হবে। তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

















