জামালপুরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এতে প্রায় ৪০ মিনিট জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ থাকে।
রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌর এলাকার ফিসারিজ এলাকায় বিক্ষোভকারীরা রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় হাতে লাল নিশান নিয়ে রেললাইনে বসে পড়েন তারা।
এতে জামালপুর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা আন্তঃনগর ট্রেনটি প্রায় ৪০ মিনিট আটকা পড়ে। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রেলপথ থেকে অবরোধ তুলে নেওয়া হলে তিস্তা আন্তঃনগর ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
বিক্ষোভকারীদের মধ্যে শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈকত, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাদিউর রহমান রাব্বিসহ নেতাকর্মীরা অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ত্যাগী ছাত্রদল নেতাকর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িতদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনের আগে নবগঠিত কমিটি বাতিল না করা হলে আন্দোলন আরো জোরদার করা হবে।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গত ২৪ ডিসেম্বর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা মশাল মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

















