ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম উপজেলার গণ্যমান্য ব্যক্তি, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কাম্য।
এর আগে রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় জেলা প্রশাসক প্রতিবন্ধী, নারী ও যুব সমাজকে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে ২০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন নারীর মাঝে সেলাই মেশিন, এবং ২০ জন যুবকের মাঝে কম্পিউটার ও ২০ জনের ড্রাইভিং প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণও উপস্থিত ছিলেন।

















