“নিরাপদ সড়ক চাই—আর নয় সড়কে মৃত্যু” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ক্ষিরতলা-শালিয়াগাড়ী সড়কে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি আয়োজন করে ক্ষিরতলা, শালিয়াগাড়ীসহ আশপাশের এলাকার সচেতন এলাকাবাসী।
স্থানীয় সমাজসেবক কাজী মুদ্দিন (কাজী) এর সার্বিক সহযোগিতায় বক্তব্য রাখেন ক্ষীরতলা বহুমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক জনিল চন্দ্র মাহাতো, ক্ষীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক শুভাস চন্দ্র মাহাতো, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজী ফার্মসের ৫ টন ও তদূর্ধ্ব ভারী যানবাহন এবং ইটভাটার অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাক নিয়মনীতি উপেক্ষা করে চলাচল করায় এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
এসব ভারী যানবাহনের কারণে স্কুল, মসজিদ, মন্দিরে যাতায়াতকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতিও হচ্ছে বলে তারা জানান।
বক্তারা আরও বলেন, অতিরিক্ত ওজনের যানবাহনের অবাধ চলাচলের ফলে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে এসব ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ মাটি পরিবহন বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

















