যশোরের শার্শায় ১৬ পিস ভারতীয় স্মার্ট ফোন, চার লক্ষ ৯৫ হাজার টাকা ও একটি ইজিবাইকসহ এক সহোধরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকাল তিন টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি আজ বুধবার বেলা ১২ টা সময় শার্শা থানা মিডিয়া গ্রুপের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়।
গ্রেফতার দুই সহোধররা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) ও শিরাজুল ইসলাম (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় মোবাইল ফোন পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গুরা চাঁদ ও এএসআই ফরহাদের সমন্বয়ে একটি টিম যশোর-সাতক্ষীরা মহাড়ের বাগআঁচড়া গ্রামস্থ আমতলা এলাকার মের্সাস সরদার ট্রেডাসের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ঐ জব্দকৃত আলামতসহ আপন দুই ভাই হামিদ ও শিরাজুলকে গ্রেফতার করেন। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
এবিষয়ে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে পাচার আইনে মামলা রুজু করে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















