কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলের দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ২২ বিজিবির তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পাখিউড়ার চর, উত্তর ধলডাঙ্গা, দইখাওয়ার চর, মাদারগঞ্জ ও ময়দান চরসহ বিভিন্ন চরাঞ্চলে প্রায় সাত শতাধিক শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
বিজিবি সূত্র জানায়, চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম-২২ বিজিবির উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় দেড় হাজারেরও বেশি প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন,
“বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমেও সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মতিউর রহমান, বিভিন্ন বিওপি ক্যাম্পের কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ২২ বিজিবির এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

















