পঞ্চগড় জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানে ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের ড. আবিদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কক্ষ পরিদর্শক ওই পরীক্ষার্থীকে আটক করেন। পরে তাকে পুলিশের সহায়তায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।
আটককৃত নারী পরীক্ষার্থীর নাম রুবিনা খাতুন, পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা। তার রোল নম্বর ৩৯২০৬৭৮। ধৃত মহিলার এক বছরের শিশু সন্তান রয়েছে এবং স্বামীর সহযোগিতায় ডিভাইস ব্যবহার করার চেষ্টা করেছিলো।
পঞ্চগড় জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর জন্য মোট ২০টি কেন্দ্র থেকে ১০,৮১০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৮৭৮১ জন। জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, এই অনৈতিক ঘটনা ছাড়া সার্বিক পরীক্ষার কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে।

















