সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবদ্ধনগাছা গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোট প্রদান, গণভোট ও পোস্টাল ভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) দুপুর ১টা সময় স্থানীয়ভাবে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ । এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার, উল্লাপাড়া। তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বক্তারা ভোটারদের ভোট প্রদানের নিয়ম, গণভোটের প্রক্রিয়া, পোস্টাল ভোটের সুযোগ ও প্রয়োগ পদ্ধতি সহজ ভাষায় তুলে ধরেন। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে উত্তর প্রদান করেন।
আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের উঠান বৈঠক পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হবে।

















