ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে প্রতীকী ব্যানার স্থাপন করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বীর শিহাব সৃষ্টী ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হওয়া হাদির আত্মত্যাগ এ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবন থাকতে আদিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আরও স্মরণ করেন এনায়েতপুরের কৃতি সন্তান শহীদ বীর শিহাবকে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে এনায়েতপুরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মো. ইয়াকুব মন্ডল, মো. সবুজ মন্ডল, মো. সৌরভ আলী, মো. সিফাত, মো. জিকে ফরিদসহ এনায়েতপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ জানান এবং এনায়েতপুরে শহীদ হওয়া শিহাব, সিয়াম ও ইয়াহিয়া হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না; ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

















