সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণের প্রায় দেড় যুগ পর সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে।
দীর্ঘদিনের ভোগান্তি শেষে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও সেই স্বস্তি বেশিদিন টেকেনি।
মেরামতের মাত্র দুই মাস না যেতেই অবৈধভাবে চলাচলকারী মাটি ও বালুবাহী ট্রলির কারণে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। কোথাও কোথাও পিচের নিচের খোয়া বের হয়ে পড়ায় নতুন করে সংস্কার করা সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ভারী ট্রলি চলাচলের ফলে সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় অবৈধ ট্রলির চলাচল বেড়ে যাওয়ায় সড়কের ক্ষয়ক্ষতি আরও ত্বরান্বিত হচ্ছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
পথচারী ও যানবাহন চালকদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে চলাচলের সময় হঠাৎ চাকা দেবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সড়কটি অচিরেই পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।
এলাকাবাসীর দাবি, অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জরুরি। একই সঙ্গে সড়ক রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সরকারি অর্থে মেরামত করা এই সড়কটি অল্প সময়েই আবার ভেঙে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।


















