বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ লা জানুয়ারি) বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন ও ত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমীন, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, সহ-সভাপতি শামীম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মামুনর রশিদ, সংগঠনের সদস্যবৃন্দ, ভোরের দর্পণের রায়গঞ্জ প্রতিনিধি পারভেজ সরকার সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

















