টাঙ্গাইলে কলেজ শিক্ষক, ছড়াকার ও শিশুসাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকু-র ৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার সাহিত্য সংগঠন স্বকাল পরিষদ “ছন্দ ছড়ায়-৫০” শিরোনামে এই আয়োজন করে।
সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এড. নীহার সরকার, এবং সঞ্চালনা করেন কবি অনীক রহমান বুলবুল। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি নূরুল ইসলাম বাদল। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হারুন অর রশিদ।
কাশীনাথ মজুমদার পিংকু এবং তার জননী মমতা মজুমদারও অনুভূতি প্রকাশ করেন। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা পিংকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
শিশুসাহিত্য নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ড. আলী রেজা, গল্প নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক রাশেদ রহমান, এবং তার শিক্ষা জীবন নিয়ে আলোকপাত করেন নজরুল গবেষক এড. আল রুহী। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন মীর নাসিমুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসেন, কবি হেমায়েত হোসেন হিমু, কবি আযাদ কামাল, কবি রোকেয়া ইসলাম, অধ্যাপক মোখলেছুর রহমান ও বিজ্ঞান লেখক যতন কুমার রায়।
অনুষ্ঠানে পিংকুর লেখা ছড়া আবৃত্তি করেন শিল্পী রাসেল আদনান, কবিতা পাঠ করেন বাচিকশিল্পী আরিফ আহাম্মেদ এবং আবৃত্তি প্রশিক্ষক সৈয়দ সাইফুল্লাহ্। এছাড়া নিবেদিত ছড়া পাঠ করেন রেণু আক্তার, দীপক পাল ও সুব্রত দত্ত। শেষে কেক কাটা ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















