রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে:
পরিবেশ সুরক্ষা ও উর্বর কৃষিজমি সংরক্ষণে সিরাজগঞ্জের রায়গঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রশংসা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটি ও বালু উত্তোলন, টপসয়েল কর্তন এবং অনুমোদনহীন তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দা মো. শামীম হোসেন ও ফরিদুল ইসলামসহ অনেকেই বলেন, “আগে প্রকাশ্যে মাটি ও টপসয়েল কাটা হলেও এখন প্রশাসনের নিয়মিত অভিযানে এসব অনেকটাই কমে এসেছে। এসিল্যান্ড স্যার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি।”
সচেতন মহলের মতে, মো. মাসুদ রানা নিরপেক্ষ ও আপোষহীনভাবে আইন প্রয়োগ করে রায়গঞ্জে সুশাসনের একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন। তারা বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় বর্তমান প্রশাসনের ভূমিকা প্রশংসার দাবি রাখে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।”
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “পরিবেশ সুরক্ষা ও উর্বর কৃষিজমি রক্ষায় প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। অবৈধ মাটি ও বালু উত্তোলন, টপসয়েল কর্তন এবং অনুমোদনহীন শিল্পকারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “কৃষিজমির টপসয়েল নষ্ট হলে খাদ্য উৎপাদন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনস্বার্থে এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” এ সময় তিনি সাধারণ মানুষকে সচেতন হয়ে অবৈধ কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

















