টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আজিজুল হক
২. কাজী মশিউর রহমান ওয়ালেছা
৩. মোঃ আলম মিয়া
৪. শ্রী জীবন মনি ঋষি
৫. হাফিজুর রহমান
৬. জাহিদুল ইসলাম জাহিদ
৭. আব্দুল বাছেদ মন্ডল
৮. মোঃ হারুন অর রশীদ
৯. মোঃ সোহেল রানা
১০. শাকিল খান
১১. রাজু আহমেদ
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা জেলার নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।
তাদের বিরুদ্ধে মূলত যেসব অভিযোগ রয়েছে:
• সংঘবদ্ধ সহিংসতা ও হামলা
• মারধর ও গুরুতর জখম
• হত্যাচেষ্টা
• ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি
• বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ
পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


















