টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী স্থানীয় সাংবাদিকদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান-এর নেতৃত্বে উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, “ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ প্রশাসনের সহযোগিতায় সব সময় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করে আসছেন। আগামীতেও সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি অপ-সাংবাদিকতা রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মিল-কারখানা, ইটভাটা, বেকারি, ক্লিনিক কিংবা সরকারি দপ্তরে গিয়ে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন রোধে আমরা অত্যন্ত সজাগ রয়েছি। এ ধরনের অপকর্ম রুখতে মডেল প্রেসক্লাব সতর্ক দৃষ্টি রাখছে।”
প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, “সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। আপনাদের গঠনমূলক সহযোগিতার মাধ্যমেই ধনবাড়ী উপজেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা সম্ভব হবে।”
তিনি আরও যোগ করেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধনবাড়ীকে একটি সুন্দর, নিরাপদ এবং আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নতুন ইউএনও-কে সব ধরণের প্রশাসনিক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


















