টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান বিজয় দিবসের কর্মসূচিতে উপজেলা প্রশাসনের অসহযোগিতা এবং সাংবাদিকদের জন্য সুষ্ঠু আসন বিন্যাস না থাকায় বিজয় দিবসের সকল কর্মসূচি বর্জন করেছেন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পরবর্তী সকল কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত সাংবাদিকরা জানান, তাদের জন্য নির্দিষ্ট কোনো আসন বিন্যাস না থাকায় এবং সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার কারণে সাংবাদিকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।
এ অবস্থায় অনুষ্ঠানের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সকল সাংবাদিক মাঠ ত্যাগ করেন।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন,
“আমরা সাংবাদিকরা সবসময় উপজেলা প্রশাসনের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরি। অথচ মহান বিজয় দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে আমাদের জন্য কোনো আসন ব্যবস্থা ছিল না। সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দাঁড়িয়ে থাকতে হয়। অনুষ্ঠানস্থলের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে জন্য বাধ্য হয়ে আমরা মাঠ ত্যাগ করি।”
ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন,“মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের এমন অব্যবস্থাপনা ও সাংবাদিকদের প্রতি অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন বলেন,“সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ প্রতি বছরই ধনবাড়ীতে সাংবাদিকদের প্রতি অসহযোগিতার চিত্র দেখা যায়। দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না, যা অত্যন্ত আশ্চর্যজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই।”
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সুস্পষ্ট বক্তব্য না দিয়ে বিষয়টি পাশ কাটিয়ে যান এবং পরে বসে আলোচনা করার আহ্বান জানান।


















