মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বক্তব্য দেওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনিকে মারার উদ্দেশ্যে তেড়ে যান শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত আলোচনা সভায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি তার বক্তব্যে আগের দিন (১৫ ডিসেম্বর) ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি উল্লেখ করেন।
এ সময় শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন ক্ষুব্ধ হয়ে তাকে মারতে তেড়ে যান। তার সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মীও এগিয়ে আসেন, ফলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন,
‘যাদের ক্যাম্পাসে বহিরাগত নিয়ে আসার সংস্কৃতি আছে, তারা হট্টগোল করবেই। তবে আমরা সব ছাত্র সংগঠনের নেতাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন,‘গতকাল একটি মীমাংসিত ইস্যুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে আবার সামনে এনেছেন। একজন ছাত্র প্রতিনিধি হয়ে তিনি স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।’ ঘটনার পরপরই সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


















