সিরাজগঞ্জের এনায়েতপুরে বিকেএ আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ মেধা বৃত্তি পরীক্ষায় এনায়েতপুর উপজেলার ১৬টি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির মোট ৬২৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সচিব লোকমান খান সরকার জানান, প্রাথমিক মেধা যাচাইয়ের তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে শতকরা ২০ ভাগকে মেধা বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে ৮ শতাংশ শিক্ষার্থীকে বছরে ২ হাজার ৪০০ টাকা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে ১২ শতাংশ শিক্ষার্থীকে বছরে ১ হাজার ৬০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
বিজয় প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ডা. মো. ইদ্রিস আলম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর লক্ষ্যেই এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।
হেডলাইন আরও ছোট বা ভিন্ন স্টাইলে চাইলে জানাবেন।


















