সৎ ছেলে কর্তৃক জায়গাজমি জোরপূর্বক দখল ও প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন কুয়েত ফেরত প্রবাসী নারী ছাফা মোহাম্মদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মিডিয়া সেন্টারে সদর উপজেলার ইকবাল নগরের বাসিন্দা ওই প্রবাসী নারীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাফা মোহাম্মদ বলেন, তিনি দীর্ঘদিন কুয়েতে অবস্থানের পর তিন মাস আগে দেশে ফেরেন। দেশে আসার পর গত ১০ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইকবালনগর এলাকায় বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে অবস্থিত তার নামীয় জমিতে থাকা বসতভিটা মেরামতের চেষ্টা করেন। এ সময় তার স্বামী মো. সুহেল আহমদ, প্রথম স্ত্রীর সন্তান মো. খোকন মিয়া এবং বাড়ির কেয়ারটেকার মিলে তাকে বাধা দেন এবং জায়গাটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। অন্যথায় প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছাফা মোহাম্মদ বলেন, তার মালিকানাধীন মোট ৯৫ শতক জমির মধ্যে ইতোমধ্যে ৩০ শতক জমি সৎ ছেলে মো. খোকন মিয়াকে তিনি দিয়েছেন। এরপরও নানা কৌশলে আরও ৩০ শতক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। জমি দিতে অস্বীকৃতি জানানোয় তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তার জমির দখল ফিরে পাওয়া এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


















