সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি রাজিব আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন অন্তু, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, ক্রিড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিরু খন্দকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহেব আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেক রহমান, সদস্য আব্দুল্লাহ আল কাফি, তৈয়ব আলী, আবু সুফিয়ান নোমান, গোলজার হোসেন হিরা ও মিলন ছাড়াও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক ফোরামের সদস্যরা তাদের পরিচয় তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন রাজিব আহমেদ রাসেল, আব্দুল্লাহ আল মাহমুদ, সবুজ হোসেন রাজা, শরিফুল ইসলাম, সেলিম তালুকদার প্রমুখ । তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে শাহজাদপুরের ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন সমস্যা যেমন, মাদক, জানজট, কাপড় হাটের জীর্ণ দশা, গোষ্ঠীগত বিরোধ সহ সমস্যা গুলো তুলে ধরেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন, আপনারা যে সমস্যা গুলো তুলে ধরলেন এসকল বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। এছাড়াও সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই শাহজাদপুরে গ্রহনযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল কাজ করা হবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


















