রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, উদ্ধার হওয়া সাজিদকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যায় শিশুটি। এরপর থেকেই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে টানা উদ্ধার অভিযান চালানো হয়। অবশেষে দীর্ঘ সময়ের চেষ্টার পর শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


















