সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও শাপলা কাব স্কাউট সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল আকন্দের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহিনুর আলম ও সেলিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরা তহুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান, ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান, উপজেলা কাব স্কাউট লিডার এম. এম. আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম খান, একরামুল হক, পারভেজ সরকারসহ অভিভাবকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা শিশুদের ভবিষ্যৎ গড়ার ভিত্তি। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত পাঠাভ্যাস ও নৈতিকতার মাধ্যমে সুশিক্ষিত নাগরিক হিসেবে বেড়ে উঠতে হবে। একইসঙ্গে অভিভাবকদের সন্তানের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি দুই পর্বে সাজানো হয়, প্রথম পর্বে অতিথিদের বক্তব্য এবং দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে নৃত্য, গান ও নাটিকা পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।


















