সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাতে শাহজাদপুর থানা কার্যালয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই মাহাবুব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগতিক বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরক তাই আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন আমি ব্যবস্থা নিব। এছাড়াও শাহজাদপুরে পুলিশের কার্যক্রমকে জনগণের মাঝে মডেল কার্যক্রম হিসাবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়াও উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজীব আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মামুদ, সাংবাদিক সেলিম তালুকদার, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক সবুজ হোসেন রাজা, সাংবাদিক মাসুম হোসেন অন্তু, হিরু খন্দকার, আব্দুল্লা, তারেক, তৈয়ব আহমেদ, নোমান, সাইফুল ইসলাম, লিমন ইসলাম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


















