ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৪৯ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজের অনিয়ম জানতে চাইলে নয়াদিগন্ত ডিজিটালের প্রতিনিধি এম.এ. আজিজকে সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা। ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে।
ভবন নির্মাণ কাজ পরিদর্শনের সময় সাংবাদিকরা নিম্নমানের ‘মরা পাথর’ দেখতে পান এবং হেড মিস্ত্রিকে জানতে চাইলে তিনি জানান, এটি এলজিইডি অফিসের কর্মী শাকিলের কাজ। শাকিল এলজিইডি অফিসে মাস্টার রোলে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
সরকারি কর্মকর্তা ঠিকাদারি কাজে জড়িত হতে পারেন কি না জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে বলেন, “আপনি কিসের সাংবাদিক? সাংবাদিকতা ছেড়ে অন্য কাজ করেন। দেশে এত আইন দেখাইয়েন না, এ দেশে কোনো আইন নাই।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, সরকারি উন্নয়ন কাজের অনিয়ম নিয়ে প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্বের অংশ, সেখানে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।


















