নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দেওয়ায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে স্থানীয়রা প্রথম রেললাইনের ফাটল দেখতে পান। পরে বিষয়টি নিশ্চিত করেন এলাকাবাসী ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন। ফাটলটি এনড়ার পাড় এলাকায় ১ নম্বর লাইনে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলওয়ের মেরামত কর্মীরা এবং সঙ্গে সঙ্গেই সংস্কার কাজ শুরু করেন। এ বিষয়ে রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সতর্কতামূলকভাবে ওই লাইনে ট্রেন ধীরগতিতে চলাচল করে।
সকাল সাড়ে ১১টার দিকে রেলওয়ের কর্মীরা সফলভাবে ফাটল মেরামতের কাজ শেষ করেন। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরিস্থিতি স্বাভাবিক এবং ট্রেন চলাচল নিরাপদ রয়েছে।


















