টাঙ্গাইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ উদ্যোগ এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শহরস্থ যৌথ উদ্যোগের কার্যালয়ের সামনে উপকারভোগীদের মাঝে ছাগলগুলো তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব সাঈদ লুৎফুল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন এর পরিচালক জনাব রোহেলা জাকির।
যৌথ উদ্যোগের সহ-সভাপতি বাবু প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক আবুল কালাম মোস্তফা লাবু, এবং বাসাইল উপজেলা পশুসম্পদ কর্মকর্তা প্রমুখ।
বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও যৌথ উদ্যোগের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তারা।


















